Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভূমি বিষয়ক তথ্য

 

    বড়হরিণা ইউনিয়ন-           ১১৪৩২ হেক্টর।

 

মাটির বিবরণ

      এই ইউনিয়নের মাটি উত্তর পূর্বাঞ্চলীয় পাহাড়ের অর্ন্তগত। ভূমিরুপ ও উচ্চতার অনুসারে এখানকার মাটিকে ০৩(তিন) ভাগে ভাগ করা যায়।

      ১।    উঁচু পাহাড়, শতকরা ২৩.৩ ভাগ। এই মাটি অনুর্বর ও পাথর সমৃদ্ধ।

      ২।    মাঝারী পাহাড়,  শতকরা ১২.২ ভাগ।

      ৩।    নীচু পাহাড়,  শতকরা ৫১.৭ ভাগ।

 

পানি সম্পদ

      এই ইউনিয়নের ভূ-পৃষ্টের পানির প্রধান উত্স কাপ্তাই হ্রদ বা কর্ণফুলী নদী। এছাড়া কিছু পাহাড়ী ছড়া বা ঝর্ণা আছে।

 

সেচ ব্যবস্থা

     এই ইউনিয়নের মাঠ ফসলের জন্য কোন সমতল এলাকা নাই। সেজন্য তেমন সেচ ব্যবস্থা নাই। তবে এলাকার জলে ভাসা কিছু এলাকায় রবি মৌসুমে বোরো ধান আবাদ হয়।

 

মাটির শ্রেণী

            এ ইউনিয়নের মাটি প্রধানত বেলে ও বেলে দোআঁশ প্রকৃতির। এছাড়া কিছু স্থানে এটেঁল দোআঁশ মাটিও লক্ষ্য করা যায়।

 

উপযোগী ফসল

            এই ইউনিয়নের ভুট্টা, করলা, চিচিঙ্গা, শশা, কাকড়ল, ঝিঙ্গা, মরিচ, আদা, হলুদ, আনারস, কলা, লেবু, কমলা, পেঁপে, সফেদা, আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আমড়া, আখ, রাবার, বাঁশ, বেত এবং বৃক্ষের মধ্যে সেগুন, মেহগনি, গামার, গর্জন, তেলসুর, কড়ই, গুটগুটিয়া, চাপালিশ, পিতরাজ, কদম, জারুল ইত্যাদি।

 

মাঠ ফসল

            আউশ, আমন, বোরো, ঝুমচাষ, তিল, ঢেঁড়স, চিচিঙ্গা পাটসহ বিভিন্ন শাকসব্জি।